• যন্তর মন্তরে বিজয়নের সঙ্গে যোগদান কেজরিওয়াল-মানের
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বারবার সুর চড়িয়েছে বাংলার শাসক দল। দিল্লিতে ধর্নায় বসেছিল তৃণমূল কংগ্রেস। এবার একই পথে হেঁটে দেশের রাজধানীতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ কেরল সরকারের। পিনরাই বিজয়নের এই আন্দোলনে এবার যোগ দিলেন আপ সুপ্রিমো এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। যন্তর মন্তরে বিজয়নের আন্দোলনে বৃহস্পতিবার যোগ দেন অরবিন্দ কেজরিওয়াল এবং ভতবন্ত মান। আপ-এর পক্ষ থেকেও বারবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো হয়েছে। কেরল সরকারের দাবি, কেন্দ্রের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়ার কথা কেরল সরকারকে, শতাংশের হিসেবে তার বহু কম বরাদ্দ পেয়েছে সে রাজ্য। তুলনায় উঠে এসেছে বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের নাম, অভিযোগ ওইসব রাজ্য গুলি অনেক বেশি পরিমাণ বরাদ্দ পেয়েছে। এই অভিযোগ তুলেই ৮ তারিখ থেকে দিল্লির যন্তর মন্তরে ধর্না-প্রতিবাদে বসছে কেরল সরকার। দলের বিধায়ক-সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে ধর্নায় উপস্থিত থাকার জন্য। একাধিক অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্র্যীর কাছেও চিঠি পাঠিয়েছিলেন বিজয়ন।
  • Link to this news (আজকাল)