• ‌ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার ধর্নায় দক্ষিণের তিন রাজ্য ...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এবার ধর্নায় বসছেন দক্ষিণের তিন রাজ্যের মন্ত্রী ও বিধায়করা। কর্নাটক, কেরল ও তামিলনাড়ু– তিন অবিজেপিশাসিত রাজ্যের প্রতিনিধিরা বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছেন লোকসভা নির্বাচনের আগে। বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। যোগ দেন তামিলনাড়ুর বহু নেতা–মন্ত্রীও। তাঁদের দাবি, ইচ্ছা করে রাজ্যের বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। তাছাড়াও জিএসটি সংগ্রহে নিজেদের অংশ মিলছে না বলেও দাবি কর্নাটকের। প্রতিবেশী কর্নাটকের মতো একই পথে হাঁটছে কেরল ও তামিলনাড়ু। কেরলের অভিযোগ, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে ঘুরপথে অনেক বেশি অর্থ বরাদ্দ করছে কেন্দ্র। কেরল থেকে জিএসটি বাবদ যে অর্থ আদায় করেছে মোদি সরকার, তার মাত্র ১ শতাংশ ফেরত দেওয়া হয়েছে। যৌথ প্রকল্পে গত অর্থবর্ষে কেরলের জন্য ৩০ হাজার কোটি বরাদ্দ করলেও চলতি বছরে তা কমিয়ে ১৬ হাজার কোটি টাকা করা হয়েছে। বিভিন্ন প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে বিজয়ন সরকারের কয়েকশো কোটি টাকা পাওনা রয়েছে। সমস্ত দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার যন্তর মন্তরে ধর্নায় বসবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও তাঁর দলের নেতা–মন্ত্রীরা। একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও। সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না শুরু করবেন ডিএমকে সাংসদরা। বৃহস্পতিবার দিল্লিতে তাঁদের ধর্নায় যোগ দেবেন ডিএমকের শরিক দলের জনপ্রতিনিধিরাও।
  • Link to this news (আজকাল)