• ‌হুগলিতে তিনিই প্রার্থী, নিজেই বললেন লকেট
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ দল এখনও ঘোষণা করেনি। তার আগে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি। হুগলি লোকসভা কেন্দ্রে পুনরায় তিনিই প্রার্থী হচ্ছেন। বৃহস্পতিবার হুগলি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দিলেন লকেট। বুধবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় পোস্টার পরে ‘‌বহিরাগত লকেটকে চাই না’‌। তারই প্রেক্ষিতে এদিন লকেট চ্যাটার্জি বলেছেন, ‘‌তৃণমূল কংগ্রেস লকেট চ্যাটার্জির নামে জুজু দেখছে। কোনও সময় তারা বিজেপির নাম করে শ্রীরামপুরে পোস্টার দিচ্ছে। কখনও পোস্টার পড়ছে আরামবাগে। এরপর পোস্টার পড়বে মমতা ব্যানার্জির কেন্দ্র দক্ষিণ কলকাতায়। কখনও ডায়মন্ড হারবারে। আমি একটা কথাই বলব ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা।’‌ তিনি দাবি করেন আসন্ন নির্বাচনেও তিনিই জিতবেন। গত ২০১৯ লোকসভা নির্বাচনে ৮০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন তিনি। লকেটের কথায়, ‘‌দ্বিতীয়বারের জন্য হুগলি থেকে নিশ্চয়ই লড়বেন, জিতবেন।’‌ তবে সবটাই তাদের পার্লামেন্টারি বোর্ড ঠিক করে। প্রসঙ্গত, গত বিধানসভা ভোট, পুরসভা ও পঞ্চায়েত ভোটে হুগলিতে ধরাশায়ী হয়েছে বিজেপি। লকেট চ্যাটার্জির দাবি ২০২১ সালের ভোটের পর থেকে ২০২৪ সালে পরিস্থিতি অনেক পাল্টেছে। তৃণমূলের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, নেতা মন্ত্রীরা জেলে গেছে। শিক্ষা, পুরসভা, রেশন থেকে একশো দিনের কাজে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। গরিব মানুষের টাকা তৃণমূল লুট করেছে। তাই পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূলকে চাইছে না। লকেট চ্যাটার্জি গত বিধানসভায় চুঁচুড়া আসনে লড়াই করে অসিত মজুমদারের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিলেন। আবার লোকসভায় দাঁড়ালে লকেটকে পাঁচ লাখ ভোট হারাবেন বলে জানিয়েছেন বিধায়ক অসিত মজুমদার।
  • Link to this news (আজকাল)