• হেডফোন খুঁজতে গিয়ে গীতাঞ্জলি এক্সপ্রসের ধাক্কায় মৃত্যু নবম শ্রেণির ২ ছাত্রের ...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের ধাক্কায় চরম পরিণতি দুই স্কুল ছাত্রের। কোলাঘাটে গীতাঞ্জলি এক্সপ্রসের ধাক্কায় প্রাণ হারাল নবম শ্রেণির দুই ছাত্র। মৃত ছাত্রদের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁতরা। কোলাঘাট থানার ভোগপুর এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলে পাড়ার বাসিন্দা ছিলেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করেন। বুধবার রাতে মেচেদা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে। বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেললাইনে পড়ে যায়। বন্ধু দিব্যেন্দুর বাড়ির কাছে খড়গপুর রেল লাইনের ধারে পড়ে গিয়েছিল হেডফোন। এরপরই রুপঙ্কর পরে তাঁর সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল।গতকাল রাত সাড়ে ৯ টা নাগাদ ওই লাইনে হাওড়া থেকে মুম্বইগামী গীতাঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের। দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের ছাত্র।মৃতদেহ দুটি তমলুক তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
  • Link to this news (আজকাল)