• ‌লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্কেই এই বাজেট: শুভেন্দু ...
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার আতঙ্কেই এই বাজেট। রাজ্য বাজেটের সমালোচনা করে এই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার রাজ্য সরকারের বাজেট পেশের পর তার তীব্র সমালোচনা করেন শুভেন্দু। প্রস্তাবিত বাজেটে টাকার সংস্থান কীভাবে করবে রাজ্য সরকার সেই প্রশ্ন তুলে তাঁর অভিযোগ, ‘‌৩,৬৬,১১৬ কোটি টাকা বাজেটে প্রস্তাব করা হয়েছে। কিন্তু টাকা কোন পথে আসবে বা রাজস্ব কী আসবে তার কোনও দিশা দেখানো হয়নি।’‌ শুভেন্দুর অভিযোগ, ‘‌এই বাজেট ভোটের প্রচার ছাড়া আর কিছুই নয়।’‌  একদিকে রাজ্য সরকার টাকার সংস্থান কীভাবে করবে সেই প্রশ্ন যেমন শুভেন্দু তুলেছেন সেইসঙ্গে কর্মসংস্থান ও রাজ্যের শূন্য পদ পূরণের প্রশ্ন করে তাঁর অভিযোগ, রাজ্যে শিল্প–বাণিজ্যের পরিবেশ বা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনও পরিকল্পনা এই বাজেটে নেই। বাজেটে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে। সেইসঙ্গে সাধারণ ঘরের মহিলাদের জন্য ভাতা ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা করা হয়েছে। শুভেন্দুর অভিযোগ, মাত্র ২০০ টাকা বাড়িয়ে জনজাতি মহিলাদের অপমান করা হয়েছে। আর ১০০০ টাকা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। সেইসঙ্গে সিভিকদের ভাতা বৃদ্ধি নিয়ে তাঁর অভিযোগ, সমকাজে সমবেতন হয়নি। শুভেন্দুর অভিযোগ, ভোটের সময় সিভিকদের ‘‌মিসইউজ’‌ করার কথা ভেবেই এটা বাড়ানো হয়েছে।
  • Link to this news (আজকাল)