• সারদার আরও একটি মামলায় স্বস্তি কুণাল ঘোষের
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সারদার আরও একটি মামলায় স্বস্তি পেলেন কুণাল ঘোষ। ২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করল এমপি এমএলএ বিশেষ আদালত। দীর্ঘ শুনানির পর অবশেষে এই মামলাটিতে বৃহস্পতিবার জয় পেলেন তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে ৪০৯ ধারাও প্রযোজ্য নয় বলেই রায় দেয় আদালত।২০১৩ সালে পার্ক স্ট্রিট থানায় মামলা দায়ের হয়। কুণালের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী। বৃহস্পতিবার এমপি এমএলএ আদালতের বিচারক জয়শঙ্কর রায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নির্দোষ বলে ঘোষণা করেন। এদিন নিজের দোষ স্বীকার করে নেন সুদীপ্ত সেন। ৪০৬ ধারায় সর্বোচ্চ শাস্তি ৩ বছর। ইতিমধ্যে সুদীপ্ত সেন তার বেশি সময় জেলবন্দি। তাই তাঁর গিলটি পিটিশন গ্রহণ করে, মামলা থেকে মুক্ত বলে রায় দেন বিচারক।প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে সারদার আরেকটি মামলায় স্বস্তি পান কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের সিট প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনে। সেই মামলা খারিজ করে দেয় এমপি এমএলএ আদালত। যে ধারায় মামলাগুলি করা হয়েছিল, তাতে কুণাল ঘোষের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই বলেই জানিয়েছিলেন বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য। এবার আরও একটি মামলাতেও স্বস্তি পেলেন তৃণমূল নেতা।
  • Link to this news (আজকাল)