• রাজ্যে ১০০ দিনের পাল্টা ৫০ দিনের 'কর্মশ্রী'
    আজকাল | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রের "মনরেগা" প্রকল্পে ১০০ দিনের কাজের পাল্টা ঘোষণা করল রাজ্য। বৃহস্পতিবার রাজ্যের বাজেট পেশের সময় বিধানসভায় রাজ্য অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, রাজ্যে "কর্মশ্রী" প্রকল্পের মাধ্যমে ৫০ দিনের শ্রমদিবস তৈরি করা হবে। আগামী মে মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু করা হবে। এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ১০০ দিনের কাজ করেও রাজ্যের যে শ্রমিকদের কেন্দ্র তাঁদের মজুরি থেকে বঞ্চিত করে রেখেছে তাঁদের টাকা দেবে রাজ্য সরকার। তিনি ঘোষণা করেছিলেন এই ২১ লক্ষ শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হবে। এদিন বাজেট পেশের সময় চন্দ্রিমা জানান, এর জন্য ৩৭০০ কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ হবে।
  • Link to this news (আজকাল)