• MOTN: লোকসভায় বাংলায় BJP ক'টি আসন পাচ্ছে? TMC-র চেয়ে সামান্য পিছিয়ে
    আজ তক | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা নির্বাচনে বাংলায় ক'টি আসন পেতে পারে তৃণমূল? বিজেপির দখলে কতগুলি আসন থাকতে পারে? চব্বিশের মহাযুদ্ধের আগেই তার আঁচ পাওয়া গেল ইন্ডিয়া টুডে'র 'মুড অফ দ্য নেশান'-এর সমীক্ষায়। বাংলায় ৪২টি আসনে কে এগিয়ে থাকছে, তারও আভাস পাওয়া গেল। 

    ইন্ডিয়া টুডে'র 'মুড অফ দ্য নেশান'-এর সমীক্ষা অনুযায়ী, ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ২২টি আসন। বিজেপির দখলে থাকতে পারে ১৯টি আসন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। তৃণমূলের দখলে ছিল ২২টি আসন। এ বারও সেই ছবিটা খুব একটা বদলাবে না বলেই ইঙ্গিত মিলল এই সমীক্ষায়।

    সমস্ত লোকসভা আসনে সমীক্ষা চালিয়েছিল 'মুড অফ দ্য নেশান'। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছিল। 

    সমীক্ষায় উঠে এসেছে, ৪০ শতাংশ ভোট শেয়ার পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৫৩ শতাংশ ভোট। ২০১৯ সালের থেকে যা ৪ শতাংশ কম। গত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। প্রথম বার বাংলায় ১৮টি আসনে জিতে তাক লাগিয়েছিল বিজেপি। বাংলায় অভূতপূর্ব উত্থানের পরই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল পদ্মশিবির। 'সোনার বাংলা' গড়ার স্বপ্ন দেখেছিলেন মোদী-শাহেরা। শেষমেশ, বিধানসভা ভোটে পর্যদুস্ত হয় বিজেপি। তৃতীয় বার সরকারে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। সামনেই লোকসভা নির্বাচন। এ বার নির্বাচনে বাংলায় বেশি সংখ্যক আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন 'মোদী সেনাপতি' অমিত শাহ। এই আবহে ইন্ডিয়া টুডের সমীক্ষার ফল প্রকাশ্যে এল। 

    বাংলায় ৩৫টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শাহ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মেখলিগঞ্জের সভায় বলেছেন, 'লোকসভায় বাংলা থেকে ৩৫টিরও বেশি আসন পাবে বিজেপি।'রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে প্রায় রোজদিনই তৃণমূলকে আক্রমণ শানাচ্ছেন শুভেন্দুরা। বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্যের শাসকদলকে 'চাপে রাখার কৌশল' নিয়ে বিজেপি। শুভেন্দু বার বার বলেছেন, 'চব্বিশে আবার মোদী সরকার।' বার্তা দিয়েছেন 'ডবল ইঞ্জিন সরকার' গড়ারও। নভেম্বরের শেষ সপ্তাহে ধর্মতলায় সভা করেছিলেন অমিত শাহ। তার পরে এক মাসের মাথায় আবার বঙ্গ সফরে আসেন শাহ। তাঁর সঙ্গী ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর লোকসভা নির্বাচনে বাংলায় সফল হতে মরিয়া পদ্ম শিবির। বিজেপি সূত্রে খবর, কোন কৌশলে লোকসভা ভোটে ঝাঁপাবে পদ্ম শিবির, তা বৈঠকে বাতলে দিয়েছেন শাহ। বিজেপির দলীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন শাহ-নড্ডা। নির্বাচনে বাংলা থেকে আরও বেশি সংখ্যক আসন পেতে মরিয়া মোদী-শাহেরা।

    অন্য দিকে, বিজেপিকে রুখে বাংলায় জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া ঘাসফুল শিবিরও।  'ইন্ডিয়া' জোটে থেকেও বাংলায় একলা লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা। দলীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন তৃণমূলনেত্রী। পাশাপাশি, জেলায় জেলায় সভাও করছেন মমতা। 

     
  • Link to this news (আজ তক)