জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK) গতবছর আইপিএল (IPL 2023) চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে 'ইয়েলো আর্মি'। চব্বিশের আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ থেকে। চলবে ২৬ মে পর্যন্ত। এমনটাই রিপোর্ট। ভারতের কিংবদন্তি অধিনায়ককে ফের দেখা যাবে আইপিএলে। তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মাহি। নিজেকে ফিট রাখতে চুটিয়ে খেলেছেন টেনিস। এবার ব্য়াট হাতে নেমে পড়লেন নেটে। আর ধোনির সেই ছবি ভাইরাল হয়েছে একেবারে অন্য় এক কারণেই। একটা ছবি অনেক কিছু বলে দিল। যেমন আকাশচুম্বী সাফল্য় পেয়েও নিজের শিকড় আঁকড়েই বাঁচেন রাঁচির রাজপুত্র! আর তিনি আজও ভোলেননি বন্ধুর ঋণ।এবার খোলসা করেই বলা যাক, নেট প্র্যাকটিসে ধোনির হাতে যে ব্য়াট রয়েছে, সেই ব্য়াটের স্টিকারে জ্বলজ্বল করছে একটিই নাম। কী সেই নাম? কোনও বাজার কাঁপানো সংস্থার স্পনসরশিপের বদলে ধোনি বেছে নিয়েছেন প্রাইম স্পোর্টস। ধোনির প্রতিটি অনুরাগী জানেন যে, রাঁচির মহাত্মা গান্ধী রোডের সুজাতা চকের একফালি ক্রীড়া সরঞ্জামের দোকানের কী মাহাত্ম্য় রয়েছে মাহির জীবনে। এই দোকান ধোনির প্রাণের বন্ধু পরমজিত সিংয়ের। ধোনির কেরিয়ারের শুরুর দিকে পরমজিতের অবদান অনস্বীকার্য। এমনকী ধোনিকে প্রথম ব্যাটের স্পনসরও জুটিয়ে দেন পরমজিত। ধোনির বায়োপিক 'এমএস ধোনি: দ্য় আনটোল্ড স্টোরি'তেও রয়েছে প্রাইম স্পোর্টসের উল্লেখ। নেটপাড়া ধোনিকে এখন কুর্নিশ করছে। কারণ যে বন্ধু ধোনিকে জীবনের প্রথম ব্য়াট স্পনসর এনে দিয়েছিলেন, এবার সেই বন্ধুর দোকানের নামই ধোনি জুড়লেন তাঁর ব্য়াটে। কেরিয়ারের শুরুর ঋণ ধোনি ফেরালেন কেরিয়ারের অন্তিম লগ্নে।গতবছর আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল ধোনিকে। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। ধোনির হাঁটু এখন একদম ঠিক। আগুন ঝলসাতে প্রস্তুত তিনি। ৩১ কোটি ৪০ লক্ষ টাকার থলি নিয়ে সিএসকে বাজার করতে এসেছিল আইপিএলে নিলামে। দুবাইয়ে ধোনির ফ্র্যাঞ্চাইজি তিন বিদেশি-সহ ছয় ক্রিকেটারকে দলে নিয়েছে। বিদেশিদের মধ্য়ে চেন্নাইয়ে নাম লেখালেন নিউজিল্য়ান্ডের দুই ব্য়াটার-ড্য়ারেল মিচেল (১৪ কোটি) ও রাচিন রবীন্দ্র (১.৮ কোটি)। চেন্নাই দলে নিয়েছে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে (২ কোটি)। ভারতীয়দের মধ্য়ে চেন্নাই দলে নিয়েছে শার্দূল ঠাকুর (৪ কোটি), সমীর রিজভি (৮.৪০ কোটি) ও অবনিশ রাও আরাভেলিকে (২০ লক্ষ)।