জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৃষক বিক্ষোভে উত্তপ্ত নয়ডা। পরিস্থিতি আন্দাজ করে আগে থেকেই নয়ডায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। নয়ডার ওইসব বিক্ষোভকারী কৃষকদের সংসদভবন পর্যন্ত যাওয়ার কথা ছিল। ওইসব কৃষকদের দাবি, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকার তাদের জমি নিয়েছে। সেই জমির ক্ষতিপূরণের হার বাড়াতে হবে। পাশাপাশি পুনর্বাসনের আরও ভালো প্যাকেজ দিতে হবে।
সংসদ ভবনে যাতে বিক্ষোভকারীরা পৌঁছতে না পারে তার জন্য আগে থেকেই নয়ডায় গত ২৪ ঘণ্টা ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। নয়ডার অতিরিক্ত ডিআইজি শিবহরি মিনা সংবাদামাধ্যমে জানিয়েছেন, কোনও গন্ডগোল যাতে না হয় তার জন্য আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টা ধরে দিল্লি ঢোকার সব সীমান্ত সিল করে রাখা হয়েছে। সব যানবাহন তল্লাশি করে দেখা হচ্ছে। বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পুলিস। এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনও বাধার সৃষ্টি না হয় তারও ব্যবস্থা করা হয়েছে।কৃষকরা আগেই ঘোষণা করেছিল ট্রাক্টর ও অন্যান্য যানবাহনে চড়ে তারা সংসদভবন যাবেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা জড়ো হবেন মহামায়া ফ্লাইওভারের কাছে। সেখান থেকে তাঁরা মিছিল করে যাবেন সংসদভবন। দিল্লি-নয়ডা লিঙ্ক রোড ব্যবহার করে তাদের সংসদভবন যাওয়ার কথা।বিক্ষোভ নিয়ে ভারতীয় কৃষান একতা সংঘের নেতা সুখবীর যাদব বলেন, মহামায়া ফ্লাইওভার থেকে আমরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। মিছিল সংসদভবন পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার আমাদের কথা শুনছে না। বসবাসের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছে তার ১০ শতাংশ জমি আমরা চাইছি। জমির জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা ৬৭.৭ শতাংশ বাড়াতে হবে। আবাসন যেসব জায়গায় হবে সেখানে ব্যবসা করার অনুমতি দিতে হবে।গতবছরও ওই আন্দোলনে নেমেছিল কৃষকরা। গত সেপ্টেম্বর মাসে তাদের উত্তরপ্রদেশ সরকার আশ্বাস দেয় কৃষকদের দাবি পূরণ করা হবে। কিন্তু সরকার তা মানেনি। ফলে গতবছর ডিসেম্বর থেকে ফের আন্দোলনে নেমেছেন কৃষকরা।