• যাবজ্জীবন কারাদণ্ড, ৮ বছর পর স্ত্রী-কে খুনের শাস্তি পেল স্বামী
    ২৪ ঘন্টা | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • মনোরঞ্জন মিশ্র: স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। স্ত্রী খুনের মামলায় অবশেষে আট বছর পর বৃহস্পতিবার সাজা ঘোষণা করল পুরুলিয়া জেলা আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম মহম্মদ এহসান। বাড়ি পুরুলিয়ার মফস্বল থানার জলেশ্বর গ্রাম।জানা যায়, ২০১৪ সালের ডিসেম্বর মাসে পুরুলিয়ার আদ্রা থানার লোয়ার বেনিয়াশল গ্রামের বাসিন্দা রাজিয়া বেগমের বিয়ে হয় পুরুলিয়ার মফস্বল থানার জলেশ্বর গ্রামের বাসিন্দা মহম্মদ এহসানের সঙ্গে।

    অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ৪৯৮A/৩০২/৩০৪B/৩৪ আইপিসি ধারায় গ্রেফতার করা হয় স্বামী মহম্মদ এহসান, ভাসুর বাবলু এবং এক নন্দাইকে। ২০১৬ সালে ২১ জুলাই জেলা আদালতে চার্জশিট দাখিল করে পুলিস। অবশেষে সেই মামলায় প্রায় আট বছর পর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা 3rd কোর্ট স্বামী মহম্মদ এহসানকে বধূ নির্যাতন ও খুনের দায়ে দোষী সাব্যস্ত করে।বৃহস্পতিবার বিচারক অভিযুক্তের সাজা ঘোষণা করেন। মহম্মদ এহসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছ'মাস সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (২৪ ঘন্টা)