• রাস্তা পার হওয়ার সময়ে দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু লেপার্ডের...
    ২৪ ঘন্টা | ০৮ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি লেপার্ডের। মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের চানমাড়ি এলাকার ৭০ নম্বর জাতীয় সড়কে গতকাল, বুধবার রাতে এই লেপার্ডের দেহ উদ্ধার করে 'নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার' সোসাইটির সদস্যরা। 

    ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংগঠন 'নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটি'র মুখপাত্র নফসর আলি বলেন, বুধবার রাতে চানমাড়ি এলাকায় ৭০ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এই লেপার্ডটির। এরপর মালবাজার ওয়াইল্ড লাইফের বনকর্মীদের খবর দেওয়া হয়। বনকর্মীরা এসে মৃত লেপার্ডের দেহ লাটাগুড়ির এনআইসি-তে নিয়ে যান। সেখানেই প্রাণীটির ময়নাতদন্ত হবে।পরিবেশপ্রেমীদের বক্তব্য, গাড়িই লেপার্ডের মৃত্যুর জন্য দায়ী। দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণেই লেপার্ডটির মৃত্যু ঘটেছে। কারণ, লেপার্ডটি বাগরাকোট চা-বাগান থেকে বের হয়ে ৭০ নম্বর জাতীয় সড়ক পার করে রাস্তার অন্য প্রান্তে যাচ্ছিল বলে তাঁদের অনুমান। আর তখনই কোনও দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এর।বনাঞ্চলে বন্যপ্রাণীর এরকম করুণ মৃত্যু এখানে আগেও ঘটেছে। রেলপথে ট্রেনের ধাক্কায় মরেছে কখনও পূর্ণবয়স্ক হাতি, কখনও হস্তীশাবক, কখনও গন্ডার, কখনও অন্য প্রাণী। সড়কপথেও একই ব্যাপার। এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভ জানান পরিবেশপ্রেমীরা। কিন্তু দুর্ঘটনা বন্ধ হয় না বলেই দাবি তাঁদের।
  • Link to this news (২৪ ঘন্টা)