Bengal Budget 2024: বিধানসভায় রাজ্য সঙ্গীতের পাল্টা জাতীয় সঙ্গীত বিজেপি বিধায়কদের! সম্মুখসমরে মমতা-শুভেন্দু
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
National and State Anthem Debates in Assembly:
তখন সবে বিকেল ৩টে। বৃহস্পতিবার বিধানসভায় শুরু হল বাজেট অধিবেশন। ঘোষণা করা হল রাজ্য সঙ্গীত গাওয়ার কথা। মুখ্যমন্ত্রী সহ সমবেতভাবে তৃণমূল বিধায়করা গাইতে শুরু করেছেন ‘বাংলার মাটি বাংলার জল’। ঠিক তখনই পাল্টা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন শুভেন্দু অধিকারী অধিবেশনে উপস্থিত বিজেপি বিধাকরা। ফলে বাজেট অধিবেশনের শুরু থেকেই সভার উত্তাপ চড়তে থাকে।