Ben Stokes: ইসলামের রীতি-নীতিতে শ্রদ্ধাশীল স্টোকস! বড় দাবি ইংরেজ স্পিনার রেহান আহমেদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
Rehan Ahmed in England Cricket Team:
বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের পরিচালিত ইংল্যান্ড দলের খেলোয়াড়রা মাঠে এবং মাঠের বাইরে ইচ্ছেমত মত প্রকাশ করতে পারেন। এই ব্যাপারে তাঁদের পূর্ণ স্বাধীনতা দিয়েছে টিম ম্যানেজমেন্ট। মাঠের বাইরে স্বাধীনতার অংশ হিসাবে এবার তরুণ লেগ-স্পিনার রেহান আহমেদ প্রশংসা করলেন ইংল্যান্ড অধিনায়কের। রেহান দাবি করেছেন, ইংল্যান্ড অধিনায়কের ইসলামের প্রতি গভীর বিশ্বাস দেখে বেশ খুশি।