• Lionel Messi: চিন সরকারের হুমকি, সমর্থকদের শাসানি মেসিকে! বিশ্বজয়ীকে ঘিরে ‘বিশ্বযুদ্ধের’ দামামা ফুটবল দুনিয়ায়
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Lionel Messi in friendly pre-season tournament in Hong Kong:

    গোটা কেরিয়ার জুড়েই বিতর্ক থেকে শতভাগ দূরে রেখেছেন নিজেকে। গত রবিবার পর্যন্ত মোটামুটি নিষ্কলঙ্কই ছিলেন তিনি। তবে হংকংয়ে গিয়ে মেসি, ডেভিড বেকহ্যাম সহ গোটা ইন্টার মিয়ামি স্কোয়াড প্রবলভাবে বিদ্রুপের মুখে পড়লেন। স্থানীয় এক ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিল মেজর লিগ সকারের তারকাখচিত দল। সেই ম্যাচেই মাঠে মেসি না নামায় চিনা সমর্থকদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে উঠল। কয়েক দিন আগেই মেসি নিজের বার্সা সতীর্থ ইনিয়েস্তার সদ্য প্রাক্তন জাপানি ক্লাব ভিসেল কোবের বিরুদ্ধে নেমেছিলেন। আর চিনে গিয়ে মাঠে না নামতেই বিতর্ক দানা বাঁধল আচমকা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)