তাঁর বাবার চেয়েও স্বামী ৮ বছরের বড়। সেই ৬০ বছরের তরুণ খন্দকার মোস্তাক আহমেদকে স্বেচ্ছায় বিয়ে করেছেন ১৮ বছরের সিনথিয়া ইসলাম তিশা। তা-ও রীতিমতো বাড়ি থেকে পালিয়ে বিয়ে। তাঁদের প্রেমকাহিনি এখন রীতিমতো বাংলাদেশের সংবাদ শিরোনামে। শুধু তাই নয়, সবটা জানার পর আন্তর্জাতিক প্রেম সপ্তাহে এই লাভবার্ডই প্রেরণা হয়ে উঠেছেন অনেকের।