• রেকর্ড উষ্ণতম মাস ছিল জানুয়ারি
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উষ্ণতম জানুয়ারির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের প্রথম মাস। ইউরোপিয়ান ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।১৯৫০ সালের পর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছিল ২০২০ সালের জানুয়ারি। সেই রেকর্ডও এবার ভেঙে গেছে।বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি ১৮৫০ সালের রেকর্ডে ফিরে গেছে। তাঁদের দাবি মানুষের কারণেই জলবায়ুর পরিবর্তন ও এল নিনোর প্রভাবে এমনটা হয়েছে।কেবল উষ্ণতম জানুয়ারি নয়। গত ১২ মাসের গড় তাপমাত্রা প্রাক শিল্প বিপ্লব সময়ের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।তাঁদের মতে দ্রুত গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে পারলেই কেবল এই তাপমাত্রার বৃদ্ধি থেকে পৃথিবীকে রক্ষা করা যাবে।
  • Link to this news (আজকাল)