• জাঁকজমক অনুষ্ঠানে ডালহৌসি প্রিমিয়ার লিগের ট্রফি, জার্সি উন্মোচন...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় শুরু হতে চলেছে ডালহৌসি প্রিমিয়ার লিগ। আট দল নিয়ে হবে টেনিস বলের এই টুর্নামেন্ট। ২৩ এবং ২৪ ফেব্রুয়ারি ময়দানের ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবের টেনিস লনে হবে দু"দিন ব্যাপী দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট। খেলা শুরু বিকেল চারটেয়। ২৪ ফেব্রুয়ারি রাত আটটায় ফাইনাল। বৃহস্পতিবার বিকেলে ডালহৌসি অ্যাথলেটিক ক্লাবে পুরোপুরি আইপিএল স্টাইলে ডালহৌসি প্রিমিয়ার লিগের ট্রফি এবং জার্সির উন্মোচন হল। ক্রিকেটের সঙ্গে বিনোদনের মিশেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অভিষেক ডালমিয়া, প্রাক্তন ক্রিকেটার উৎপল চ্যাটার্জি এবং বিশিষ্ট সাংবাদিক দেবাশিস দত্ত। জাঁকজমক অনুষ্ঠানে আট দলের ফ্র্যাঞ্চাইজির কর্তাদের সঙ্গে উপস্থিত ছিল মডেলরাও। ঠিক যেমন আইপিএলে চিয়ার লিডার থাকে। জার্সি উন্মোচনের সময় হল ব়্যাম্পওয়াক। গানের তালে তালে জার্সি ধরে মডেলদের সঙ্গে ব়্যাম্পে হাঁটলেন ফ্র্যাঞ্চাইজির কর্তারা। সঙ্গে তুবড়ি, কনফেটি সবই মজুত ছিল। ডালহৌসি ক্লাবের সভাপতি পার্থ সারথি গাঙ্গুলি জানান, "পরিচয় এবং বন্ধুত্ব বাড়াতেই এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।" ডালহৌসি ক্লাবের সদস্যরাই প্রিমিয়ার লিগের আটটি ফ্র্যাঞ্চাইজির মালিক। দলগুলোর মধ্যে রয়েছে ডালহৌসি ডাইনামাইট, হেড হান্টার্স হাওড়া, ব্যারাকপুর টাইগার্স, জ্যোতির্ময় প্লাটিনাম স্ট্রাইকার্স, ডিজিএম সুপার চ্যালেঞ্জার্স, জুপিটার ফাউন্ডেশন কুলটি, শান্তি সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পা এবং সিকম ইন্ডাস্ট্রিজ। ডালহৌসি প্রিমিয়ার লিগের ট্রফি এবং জার্সি উন্মোচনে ছিল অভিনবত্ব। এর আগে এত জমকালো ভাবে কোনও স্থানীয় টুর্নামেন্টের উদ্বোধন হয়নি। নতুন এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য শুভেচ্ছা জানান অভিষেক ডালমিয়া, উৎপল চ্যাটার্জিরা।‌ 
  • Link to this news (আজকাল)