• চার বছর পর কলকাতায় ফিরছে প্রো কবাডি লিগ
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ফের প্রো কবাডি লিগ। চার বছর পর শহরে অনুষ্ঠিত হতে চলেছে এই প্রতিযোগিতা। ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে চলবে প্রো কবাডি লিগের দশম সংস্করণ। চার বছর পর বাংলার বেঙ্গল ওয়ারিয়র্স হোম লেগ খেলবে নিজেদের শহরে। ২০১৯ সালে শেষবার ঘরের মাঠে বাংলার ফ্র্যাঞ্চাইজি চ্যাম্পিয়ন হয়েছিল। ২০১৪ সালে শুরু হয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কাবাডি লিগ। গত ন"বছরে দেশের বিভিন্ন শহরে জনপ্রিয়তা অর্জন করেছে এই লিগ। চার বছর পর ঘরের মাঠে নামার আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে বেঙ্গল ওয়ারিয়র্স। উপস্থিত ছিলেন দলের সিইও অপূর্ব গুপ্তা, বাংলার কোচ কাশীনাথ ভাস্করণ, অধিনায়ক মনিন্দর সিং এবং ডিফেন্ডার শুভম শিন্ডে। অতীতে বেঙ্গল ওয়ারিয়র্সে বাঙালি কবাডি খেলোয়াড়রা খেলেছেন। কিন্তু এই মরশুমে বাংলার ফ্র্যাঞ্চাইজিতে নেই বাংলার একজন খেলোয়াড়ও। কেন বাংলার খেলোয়াড়রা ব্রাত্য? শ্রীলঙ্কা ও তাইওয়ান থেকে খেলোয়াড় তুলে এনেছে বেঙ্গল ওয়ারিয়র্স। কিন্তু কেন নেই বাংলার কেউ? এই বিষয়ে বিস্ফোরক কোচ কে ভাস্করণ। তিনি বলেন, "অতীতে আমাদের দলে বাংলার খেলোয়াড়রা খেলেছে। তবে এই মরশুমে একজনও নেই। আমরা ট্রায়ালে ভাল খেলোয়াড় পাইনি। আমি যখন কাবাডি খেলতাম তখন বাংলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় ছিল। আনসার আলি, বিশ্বজিৎ পালিত, রমা সরকার, পায়েল চৌধুরীররা ছিলেন। দক্ষিণ পূর্ব রেলওয়ে ও পূর্ব রেলওয়ের দু"টি শাখা থেকে স্পোর্টস কোটায় অনেক ভাল খেলোয়াড় নিয়োগ করা হয়েছিল। রাজ্য ভিত্তিক টুর্নামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায় এবং আন্তর্জাতিক স্তরেও অনেক বেশি টুর্নামেন্ট হত। এখন সেটা পড়তির দিকে। কাবাডি অ্যাসোসিয়েশনের মধ্যে সেই উদ্যোগ নেই। টুর্নামেন্ট কমে গিয়েছে। যদি আবার তাঁরা ঐক্যবদ্ধ হতে পারে, আগামীদিনে বাংলা থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে।" ১২ দলের প্রো কবাডি লিগে এই মুহূর্তে বাংলা ৯ নম্বরে। প্লে অফে যেতে সব ম্যাচই জিততে হবে বেঙ্গল ওয়ারিয়র্সকে। শুক্রবার রাতে নেতাজি ইন্ডোরে বাংলার প্রথম হোম ম্যাচ। 
  • Link to this news (আজকাল)