• কংগ্রেসের সঙ্গে সমঝোতায় দেরি! অসমে তিনটি আসনে প্রার্থী ঘোষণা আপের ...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নীতীশ কুমার আচমকা বিরোধী জোট ছেড়ে সরকার জোটে ফিরে গিয়েছেন। ইন্ডিয়া জোট নীতীশের সিদ্ধান্তে কতটা ধাক্কা খেয়েছে সেই পর্যালোচনার মাঝেই অসমে তিনটি কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি। সূত্রের খবর আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ার কারণেই আপ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আপ আগামী লোকসভা নির্বাচনে ডিব্রুগড় আসন থেকে মনোজ ধানোয়ার, গুয়াহাটি থেকে ভবেন চৌধুরী এবং তেজপুর থেকে ঋষি রাজ কৌন্তেয়াকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। প্রার্থীদের নাম ঘোষণা করে আপ সাংসদ সন্দীপ পাঠক জানিয়েছেন, জোটের মধ্যে আলোচনা করতে করতে ক্লান্ত। সঙ্গেই তিনি বলেন, "এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং জিততে হবে। সময় নষ্ট করার সময় নেই।" তবে কি জোটের সঙ্গ ছাড়বে আপ? সেই উত্তর দিয়েছেন আপ সাংসদ। তিনি জানিয়েছেন, "আমরা সম্পূর্ণরূপে ইন্ডিয়া জোটের সঙ্গে আছি। আশা করি জোট এই তিনটি আসন আপ-কে বরাদ্দ করবে।" উল্লেখ্য, যে তিনটি আসনে আপ প্রার্থী নাম ঘোষণা করেছে, এই মুহূর্তে ওই তিন কেন্দ্রে রয়েছেন গেরুয়া শিবিরের সাংসদরা।
  • Link to this news (আজকাল)