• মধ্য প্রদেশের হরদায় ১২ টি বাজির কারখানা বন্ধ করে দেওয়া হল
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মধ্য প্রদেশের হরদায় ১২ টি বাজির কারখানা বন্ধ করে দেওয়া হল। হারদাতে বাজি কারখানায় বিস্ফোরণের ফলে ১২ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ১৭০ জন। মঙ্গলবারই মধ্য প্রদেশের হরদাতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা। বিস্ফোরণের জেরে আশেপাশের ৫০ টি বাড়ি কেঁপে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর যেখানে সেখানে দেহ পড়ে ছিল। যাদের কারখানার ভিতর থেকে বের করে আনা হয় তাঁদের বেশিরভাগের দেহ ঝলসে গিয়েছিল। লাইসেন্স ছাড়াই চলছিল এই বাজি কারখানাটি। কারখানার মালিক সোমেশ এবং রাজেশ আগরওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানার ম্যানেজার রফিক খানকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ৩০৪, ৩০৮ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন যারা এই দুর্ঘটনার জন্য দায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন।  
  • Link to this news (আজকাল)