• চমকে দেওয়ার বাজেট: মমতা
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: একদিকে বাজেটের উচ্চ প্রশংসা, অন্যদিকে বিরোধীদের সমালোচনা। বৃহস্পতিবার বাজেট পেশের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গোটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে এদিন তিনি বলেন, "দেশ ঋণের বোঝায় ডুবে রয়েছে। এত আর্থিক সঙ্কট। তারপরও আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে এগোতে হয়। মা মাটি মানুষের সার্থক বাজেট।" রাজ্যে কর্মসংস্থানের প্রসঙ্গ তুলে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বাজেটে কর্মসংস্থানের কোনও পরিকল্পনা নেই। এদিন বাজেট প্রসঙ্গ তুলে মমতা জানান, বাজেটে ৫ লক্ষ ছেলেমেয়ের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে নিয়োগের বিষয়টি রাখা হয়েছে। এই ছেলেমেয়েদের রাজ্যের পুলিশ, পৌরসভা বা অন্যান্য দপ্তরে নিয়োগ করা হবে। মমতার কথায়, কুৎসা, অপপ্রচার আর ভাগাভাগির রাজনীতি করলে উন্নয়ন হয় না। আজকের বাজেট চমকে দেওয়ার বাজেট। এবারের বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো মহিলাদের আর্থিক উন্নতির দিকটি। বৃহস্পতিবার লক্ষীবারে পেশ হওয়া বাজেটে "লক্ষীর ভান্ডার"-এ ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। সাধারণের জন্য লক্ষীর ভান্ডার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১০০০ টাকা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা ১০০০ থেকে বেড়ে হয়েছে ১২০০ টাকা। সামনেই লোকসভা নির্বাচন। বিরোধী দলনেতার অভিযোগ, বাজেটে ভোটের প্রচার ছাড়া আর কিছুই নেই। এদিন মমতা দাবি করেন, রাজ্যের প্রতিটি মানুষের কথা ভেবেই এই বাজেট। কোনও করের বোঝা চাপানো হয়নি‌। আর্থিক সহায়তা বন্ধের অভিযোগ তুলে একদিকে যেমন মমতা তোপ দেগেছেন কেন্দ্রীয় সরকারকে, তেমনি এদিন বাজেট পেশের সময় বিধানসভায় বিরোধীদের ভূমিকার প্রসঙ্গ তুলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর অভিযোগ, "বিরোধী দল অনৈতিক আচরণ করছে। একজন মহিলা মন্ত্রী যিনি বাজেট পড়ছেন তাঁকে কুকথা বলা হল! এদের আচরণে আমরা লজ্জিত।" তিনি বলেন, "বাজেট যাতে মানুষ শুনতে না পায় সেজন্যই তাঁরা এই আচরণ করেছেন।" একইসঙ্গে তিনি জানান, তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণ না করলেও তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। মমতার কথায়, "আমি এঁদের থেকে সৌজন্য আশা করি না।" এর পাশাপাশি তাঁর অভিযোগ, যার অর্থনীতি নিয়ে কোনও জ্ঞান নেই তিনি অর্থনীতি নিয়ে কথা বলছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতার এই কথার লক্ষ্য শুভেন্দু অধিকারী। এদিনও কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গটি উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। তাঁর দাবি, কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও তাঁর সরকার কাজ করে যাচ্ছে। বিজেপি শুধু এনআরসি, সিএএ নিয়ে চিৎকার করে।
  • Link to this news (আজকাল)