• রাজ্য বাজেট ২০২৪ একনজরে
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাজেটে রাজ্যসরকার কোন কোন খাতে কী বরাদ্দ করে, নতুন কোন প্রকল্পের ঘোষণা হয়, সেদিকে নজর ছিল সব পক্ষের। বৃহস্পতিবারের বাজেটে দেখা গেল একদিকে যেমন ডিএ বেড়েছে রাজ্য সরকারি কর্মীদের, তেমনই বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা। রাজ্য বাজেট ২০২৪ একনজরে-.বাংলায় বেকারত্বের হার দেশের থেকে ৩ শতাংশ কম।.দরিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা কমেছে।. লোকসভা ভোটের আগে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের ভাতা। ৫০০ থেকে ভাতা বেড়ে হল ১০০০।. জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে ১০০০ থেকে হল ১২০০।. রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ৪ শতাংশ।.মে মাস থেকে কার্যকরী হবে নতুন মহার্ঘ ভাতা।. ১০০ দিনের কাজে বকেয়া বাবদ ৩৭০০ কোটি বরাদ্দ করল রাজ্য সরকার।সরকারের নতুন প্রকল্প "কর্মশ্রী", বছরে ৫০ দিনের কাজ। শুরু মে মাস থেকে.ভাতা বাড়ল সিভিক, ভিলেজ, গ্রিণ পুলিশের. মৎস্যজীবীদের জন্য "সমুদ্রসাথী" প্রকল্পের ঘোষণা। বরাদ্দ ২০০ কোটি। উপকৃত হবেন প্রায় ২ লক্ষ মৎস্যজীবীদের। .অর্থ বরাদ্দ পথশ্রী প্রকল্পে।.সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য রাজ্যের বরাদ্দ ৫.৫৩৯.৬৫ কোটি টাকা.যুবক সম্প্রদায়ের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা। .কারিগর, তাঁতিদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা। শিল্পীরা অনুদান পাবেন এককালীন ১৫ হাজার করে। আগামী ৪ বছরে এই প্রকল্পের আওতায় আসবেন ৮ লক্ষ শিল্পী।. "তরুণের স্বপ্ন" প্রকল্প একাদশ শ্রেণি থেকে শুরু করার প্রস্তাব।. কুক কাম হেল্পারদের ভাতা বাড়ল ৫০০ টাকা।.মুসলিম-শিখ-জৈন-পারসি-খ্রিস্টানদের সংস্কৃতি কেন্দ্র তৈরিতে ২০ কোটি বরাদ্দের প্রস্তাব. মুড়ি গঙ্গা থেকে কচুবেড়িয়া, তৈরি হবে গঙ্গাসাগর সেতু.নিউটাউনে হবে চার লেনের ৭ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল, ইএমবাইপাস থেকে মহিষবাথান পর্যন্ত এই উড়ালপুলে বরাদ্দ ৭২৮ কোটি।.মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা.যুবক-যুবতীদের কর্মসংস্থানে উদ্যোগ। সরকারি এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা গুলিতে শূন্য পদের পূরণ।. রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০ থেকে বাড়িয়ে ২০ শতাংশ।.বাড়ল গ্রুপ সি কর্মীদের মাসিক পারিশ্রমিক।.রাজ্যে তৈরি হবে নতুন ৪টি তাপবিদ্যুৎ কেন্দ্র।. পরিযায়ী শ্রমিকরা নিজের কর্মক্ষেত্রের নিকটবর্তী হাসপাতালে পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। উপকৃত হবেন ২৮ লক্ষ পরিযায়ী শ্রমিক, বরাদ্দ ১৫০ কোটি।."চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পে" আর্থিক সহায়তা।.তৈরি হচ্ছে ৬টি ইন্ড্রাস্ট্রিয়াল ও ইকোনমিক করিডোর।.কৃষি, কৃষিজ বিপণন, প্রাণি সম্পদ উন্নয়ন, অনগ্রসর শ্রেণি কল্যাণ, উপভোক্তা বিষয়ক, সমবায়, সেচ, জলপথ, তথ্য, প্রযুক্তি, বিচার, শ্রম সহ একাধিক বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ব্যয় বরাদ্দ।.
  • Link to this news (আজকাল)