• একমাস মাঠের বাইরে ক্রেসপো, রেফারিং নিয়ে আবার ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত ...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নর্থ ইস্টের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে শুক্রবার গুয়াহাটি রওনা হবে ইস্টবেঙ্গল দল। তার আগে আবার রেফারির ওপর ক্ষোভ উগড়ে দিলেন কার্লেস কুয়াদ্রাত।‌ ডার্বির ছ"দিন কেটে গেলেও জেতা ম্যাচে পয়েন্ট নষ্ট ভুলতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ। কোনওভাবে মানতেও পারছেন না। তাই ফের রেফারিং নিয়ে সোচ্চার লাল হলুদ কোচ। কুয়াদ্রাত বলেন, "২০১৬ সাল থেকে ভারতে কোচিং করাচ্ছি। কিন্তু পুরোনো রোগ এখনও সারেনি। আমি লক্ষ্য করেছি, কোনও দল পিছিয়ে পড়লে তাঁদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন রেফারি। আমাদের ক্ষেত্রে হলে কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিত। শুধু মোহনবাগান নয়, সব দলের ক্ষেত্রেই এমন হত। জামশেদপুরের বিরুদ্ধে খেললেও একই জিনিস করত রেফারি। এখানকার রেফারিরা ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে। এটা না বদলালে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না।" প্রায় এক সপ্তাহ কেটে গেলেও ডার্বিতে খারাপ রেফারিং ভুলতে পারছেন না। পাশাপাশি পরের ম্যাচেও রেফারিং নিয়ে আতঙ্কে আছেন কুয়াদ্রাত।‌তবে সবকিছুর উর্ধ্বে নর্থ ইস্টের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ের পর ডার্বি ড্র হয়েছে। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে চান লাল হলুদের স্প্যানিশ কোচ। সেটা স্পষ্ট জানিয়েও দেন। তবে সল ক্রেসপোর চোট নিয়ে দুশ্চিন্তায় ইস্টবেঙ্গল শিবির। তাঁকে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। যা চাপে রাখছে কুয়াদ্রাতকে। তবে যারা আছে, তাঁদের নিয়েই বাজিমাত করতে চান। 
  • Link to this news (আজকাল)