• ভাঙড় থেকে গ্রেপ্তার আরাবুল
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: তোলাবাজির অভিযোগ। সূত্রের খবর তেমনটাই। বৃহস্পতিবার গ্রেপ্তার তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তোলাবাজি সহ একাধিক অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে। ভাঙড় থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। উত্তর কাশিপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেপ্তার করে। ভাঙড়ের এক নির্মাণকারী সংস্থার থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের সময় মহিউদ্দিন মোল্লাকে খুনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। উল্লেখ্য, এদিন বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, তিনি তাঁর দলের কর্মীদেরও দোষ মাফ করেন না। মমতা বলেন "আমরা মনে করি না সবাই সঠিক। পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল খারাপ হতেই পারে। তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা সবসময় নিই। নিজের দলের কর্মী হয়েযদি কেউ অন্যায় করে, তাঁকে আমি দল থেকে বের করে দিই, গ্রেপ্তার করিয়ে দিই।" ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হন তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম। আরাবুলের গ্রেপ্তারি প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, নির্বাচনের আগে গ্রেপ্তারি আদতে আই ওয়াশ।
  • Link to this news (আজকাল)