• Smart Parrot: রোজ সকালে এবাড়ি ঢুকেই স্নান, সেরেই ‘ব্রেকফার্স্ট’, ‘স্মার্ট টিয়া’র তাজ্জব কাণ্ডে অবাক হবেন!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Smart Parrot:

    কথায় আছে ভালোবাসা পেলে পোষ মানে বনের পশুরাও। তবে এই ভালোবাসার গল্প একটা টিয়া পাখির (Parrot)। বনের একটা টিয়া পাখি পোষ মেনেছে গৃহস্থের। প্রতিদিন পাখিটার ডাকে ঘুম ভাঙে বাড়িমালিকের। আর দোতলার ব্যালকনির দরজা খোলার সঙ্গে সঙ্গেই উড়ে এসে বসে ব্যালকনিতে থাকা টেবিলে। সেখানেই বাড়ির সকলের সঙ্গে বসে ছোলা পেয়ারা বিস্কুট সহযোগে হয় নাস্তা। আর এই নিয়েই মাসতিনেক ধরে বনের টিয়াপাখিকে নিয়েই দিন কাটছে শিলিগুড়ি (Siliguri) মহকুমার শিবমন্দিরের পাল পরিবারের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)