ফের এক দফায় পারদ পতনে শীতের জোরালো অনুভূতি শহর থেকে জেলায়। কলকাতার পাশাপাশি শুক্রবার সকাল থকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই জোরোলো ঠান্ডার অনুভূতি মিলছে। তবে কি যাওয়ার বেলায় লম্বা ইনিংস খেলে যাবে শীত (Winter)? কতদিন পর্যন্ত থাকবে ঠান্ডার এই দাপট? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।