• Shiv sena leader shot dead: ফেসবুক লাইভ চলাকালীন পরপর গুলি, মৃত্যু উদ্ধব শিবিরের নেতার, চুড়ান্ত চাঞ্চল্য
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ফেসবুক লাইভ চলাকালীন গুলি করে খুন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার এক নেতাকে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের সময়েই গুলি করা হয়৷ মৃতের নাম অভিষেক ঘোষালকর। বৃহস্পতিবার মুম্বইতে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শিবসেনা নেতাকে গুলি করার পর আততায়ীও আত্মঘাতী হয়েছেন। অভিযুক্তের নাম মৌরিস নরোনহা। পুলিস সূত্রে জানা গিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। অভিষেকের বাবা বিনোদ ঘোশালকর প্রভাবশালী শিবসেনা নেতা। গুলিবিদ্ধ অবস্থায় অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)