• ‌জেলে বসেই ম্যাজিক দেখাচ্ছেন ইমরান, অধিকাংশ আসনে এগিয়ে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ নির্বাচন শেষ হয়েছিল বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। আর ভোটগণনা শুরু হয় ভোর রাত তিনটে নাগাদ। নির্বাচন কমিশনের তরফে ভোর ৩টের সময় সাংবাদিক বৈঠক করে প্রাথমিক ফলাফল জানানো হয়। অধিকাংশ আসনেই গণনা চলছে। তবে প্রাথমিক গণনার শেষে দেখা যাচ্ছে, জেলে বসেই ম্যাজিক দেখাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। নিজে ভোটে লড়তে পারেননি। তবে প্রাথমিক গণনার গতিপ্রকৃতি ব্যাখ্যা করে স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, জেলবন্দি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) যে নির্দল প্রার্থীদের সমর্থন করেছিল, তাঁদের অনেকেই এগিয়ে রয়েছেন। আর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন)‌ বেশ পিছিয়ে রয়েছে। সকাল ৬টা পর্যন্ত পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলির মাত্র ৮টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। অধিকাংশ আসনেই টক্কর চলছে পিটিআই সমর্থিত নির্দল এবং নওয়াজের পিএমএল–এন প্রার্থীদের মধ্যে। এখনও পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলির মাত্র দু’টি আসনে জয়ী হয়েছে নওয়াজের দল। লাহোরের একটি আসনে জয় পেয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নওয়াজের ভাই শাহবাজ শরিফ। নিজেদের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তত তিনটি আসনে জয় পেয়েছেন ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীরা। আবার সিন্ধ প্রদেশে লড়াই দিচ্ছে বেনজির ভুট্টোর পুত্র তথা প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এরই মধ্যে আবার উঠে এসেছে এক তথ্য। স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, ইতিমধ্যে নাকি ১২৫টি আসনে এগিয়ে রয়েছে ইমরান খানের প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরিফের পিএমএল–এন প্রার্থীরা এগিয়ে মাত্র ৪৪টি আসনে। আর বিলাবল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি এগিয়ে মাত্র ২৮ আসনে। ৩৩৬ আসনের পাকিস্তান লোকসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৬৯টি আসন।প্রসঙ্গত, এবারের নির্বাচনে পিএমএল–এন’ই সবথেকে বেশি আসন জিতবে বলে মনে করা হয়েছিল। নওয়াজ শরিফের উপর পাক সামরিক নেতৃত্বের আশীর্বাদও ছিল। কিন্তু গণনা শুরু হতেই দেখা যাচ্ছ উল্টো চিত্র। এদিকে গণনায় কারচুপির আশঙ্কা করেছেন ইমরান। নির্বাচনের এতক্ষণ পর গণনা কেন শুরু হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও গণনায় বিলম্বের জন্য মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তকেই দায়ী করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)