• ভোট সম্পন্ন পাকিস্তানে, চলছে গণনা
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটে রয়েছে কারচুপির অভিযোগও। বিশ্বকাপ জয়ী ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া ইমরান খান অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর পাকিস্তানে আবার নির্বাচন। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে জেলে রয়েছেন ইমরান খান। তার দল প্রতীক ছাড়াই ভোটে অংশ নিয়েছে।ভোটে আরও রয়েছে পাকিস্তান পিপল"স পার্টি, যেটির নেতৃত্বে রয়েছেন বিলাওয়াল ভুট্টো ও আসিফ আলি জারদারি।বিশ্লেষকদের অনেকের মতে, পাকিস্তানের সবচেয়ে কম বিশ্বাসযোগ্য নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে গণনাও শুরু হয়েছে।  ২০২৪ সালের নির্বাচন বিভিন্ন দিক থেকে ২০১৮ সালের আগের নির্বাচনগুলিকে ছাড়িয়ে গেছে। এই নির্বাচনে ৯০ হাজার ৬৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করছেন ১৪ লক্ষের বেশি ভোট কর্মী। ১৬ হাজার ৭৬৬টি কেন্দ্রকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। ভোট উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন রয়েছে ৩৩৬টি, এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়। আর সংরক্ষিত রয়েছে ৭০টি আসন। এর মধ্যে ৬০টি মহিলাদের জন্য এবং ১০টি অমুসলিমদের জন্য।জয়ী প্রার্থীরা জাতীয় পরিষদের সদস্য হন। ফল ঘোষণার পর স্বতন্ত্রদের যেকোনও দলে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনের পর জাতীয় পরিষদ পার্লামেন্টারি ভোটের মাধ্যমে সংসদ নেতা নির্বাচন করা হয়, যিনি দেশের প্রধানমন্ত্রী হন।  সরকার গঠনের জন্য একটি দলকে সংসদে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হয়। ন্যূনতম ১৫৯ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।
  • Link to this news (আজকাল)