• ‌ জবরদখলকারীদের উচ্ছেদ করতে গিয়ে হিংসা ছড়াল উত্তরাখণ্ডে!‌ মৃত চার, আহত বহু...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সরকারি জমি থেকে বেআইনি জবরদখলদারীদের উচ্ছেদ করতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। উত্তরাখণ্ডের হলদোয়ানিতে বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। যাতে অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। পুলিশের দাবি, আদালতের নির্দেশে হলদোয়ানির বনভুলপুরা এলাকায় সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে দুষ্কৃতীরা পরিকল্পনা মাফিক হামলা চালায়। হামলা হয় নিকটবর্তী পুলিশ ফাঁড়িতেও। সেখানে জ্বালানো হয় আগুন। বহু যানবাহনেও দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায় বলে স্থানীয় সূত্রের দাবি। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। পুলিশের আরও দাবি, এই ঘটনায় অন্তত ১০০ পুলিশকর্মী আহত হয়েছেন। হলদোয়ানির বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করা হয়েছিল। শুক্রবারও যা বহাল রয়েছে। বন্ধ রয়েছে স্কুল–কলেজ। তারই মধ্যে জবরদখল উচ্ছেদের জন্য আনা হয়েছে বুলডোজার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শুক্রবার রাজ্যের উচ্চপদস্থ প্রশাসনিক এবং পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে পরিস্থিতির পর্যালোচনা করেন। সূত্রের খবর, ‘অবৈধ’ভাবে গড়ে ওঠা মাদ্রাসা এবং সংলগ্ন মসজিদ ভেঙে ‌ফেলার কাজ শুরু করতেই ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে সেখানে। পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 
  • Link to this news (আজকাল)