• তাপমাত্রা ফের ১৫ ডিগ্রির নীচে, আর কতদিন থাকবে শীত? আবহাওয়ার আপডেট
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • West Bengal Weather Update: কনকনে ঠান্ডা আবার ফিরেছে। কলকাতায় ১৫ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা। তবে এই শীত ক্ষণস্থায়ী। বিদায়ের আগে হাতে গোনা কয়েকদিন মাঘের শেষ শীত উপভোগ করার পালা। পাঁচদিন পর আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কোনও জেলায় শুক্রবার বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ভিজতে পারে উত্তরবঙ্গ।

    উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, দার্জিলিঙে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া, হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে। বাকি জেলাগুলি আপাতত শুষ্ক থাকবে। আপাতত আবহাওয়ার বড় কোনও পরিবর্তন নেই। তিনদিন পর থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

    দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আপাতত তিনদিন তাপমাত্রা কমই থাকবে। পরবর্তী দু'দিনে রাজ্যের বিভিন্ন জেলার রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি চড়তে পারে পারদ। শুক্রবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। রোদ ঝলমলে দিন থাকবে। 

    সরস্বতী পুজোর দিনও আবহাওয়া শুষ্ক, রোদ ঝলমলে থাকবে বলেই পূর্বাভাস। যদিও, আলাদা করে এই দিনটি নিয়ে এখনও কোনও আবহাওয়ার পূর্বাভাসের কথা জানায়নি হাওয়া অফিস।
  • Link to this news (আজ তক)