• Rabindranath Tagore: এই দোকানের মিক্সচার ছিল ধন্বন্তরি, মৃত্যুর আগে স্বস্তি পেয়েছিলেন কবিগুরু
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • Rabindranath Tagore Mahatma & Co:

    বয়স যে বাড়ছিল তা অনেক আগে থেকেই যেন বুঝতে পারছিলেন রবীন্দ্রনাথ। ক্রমে ক্রমে বাড়ছিল অসুস্থতার বহর। তবু থামছে না কবির লেখনি। আরও নতুন সৃষ্টির জন্য মেতে উঠেছেন তিনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গভীর উদ্বেগ। সবার চোখ ছল ছল। অস্ত্রোপাচার সফল হলেও বিছানায় কাতরাচ্ছেন কবি। গায়ে জ্বর। দিনে দিনে অন্যান্য উপসর্গও প্রকট হচ্ছে। সালটা ১৯৪১। নামকরা সব ডাক্তাররা দেখছেন কবিকে। ডাঃ নীলরতন সরকার, ডাঃ বিধান চন্দ্র রায়, ললিত মোহন ব্যানার্জী, সত্যসখা মৈত্রের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা এক পর্যায়ে গিয়ে ঠিক করলেন ওষুধের মিক্সার দেওয়া হবে গুরুদেবকে। তড়িঘড়ি করে সেই ওষুধ আনানো হল জোড়াসাঁকোর খানিক পাশের এক দোকান থেকে। তবুও শেষ রক্ষা হল না। ২২শে শ্রাবণ চিরতরে বিদায় নিলেন কবিগুরু।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)