same sex marriage: স্ত্রীর সঙ্গে ডিভোর্স সেরেই বিয়ে! বন্ধু যুবকের সাথেই ঘর বাঁধলেন এই যুবক
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
same sex marriage:
স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ (Divorce) হয়েছে সম্প্রতি। তারপরেই কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন এই যুবক। তিনি বিয়ে (Marriage) করেছেন পরিচিত তাঁরই বন্ধু যুবককে। ভিডিওকলে (Video Call) আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে বহুদিনের পরিচিত বন্ধুর সঙ্গে পরিণয় পার্শ্বে আবদ্ধ হয়েছেন বীরভূমের (Birbhum) সিউড়ির (Siuri) বাসুদেব চক্রবর্তী। তাঁর এই সিদ্ধান্তে প্রথমটায় অবাক হলেও পরে সাদরে তাঁকে অভ্যর্থনা জানানোর তোড়জোড় শুরু করে দেন বাসিন্দারা।