Bharat Ratna 2024: আদবানি ছাড়া আর কাকে ভারতরত্ন? লোকসভা ভোটের আগেই বিরাট ঘোষণা মোদী সরকারের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাও, চৌধুরী চরণ সিং এবং বিখ্যাত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে। লোকসভা ভোটের আগেই একথা ঘোষণা করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্য জানিয়ে বলেছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, পিভি নরসিমা রাও এবং বিখ্যাত কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারত রত্ন’ (মরণোত্তর) দিয়ে সম্মানিত করা হবে’।