• সাফ কাপের ফাইনালে চূড়ান্ত নাটক, সিদ্ধান্ত বদলে ভারত-বাংলাদেশকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৯০ মিনিটের ম্যাচ গড়াল প্রায় পাঁচ ঘন্টায়। ম্যাচ কমিশনারের একটি ভুলের খেসারত দিতে হল ভারতকে। অনূর্ধ্ব-১৯ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা সত্ত্বেও বদলালেন সিদ্ধান্ত। এই ম্যাচকে কেন্দ্র করে ঢাকার স্টেডিয়াম উত্তপ্ত হয়ে যায়। ক্ষেপে ওঠে দর্শকরা। মাঠে পড়ে বোতল। শেষপর্যন্ত ভারত এবং বাংলাদেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। তবে তার আগে প্রচুর নাটক চলে। বৃহস্পতিবার নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হয় খেলা। ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ৮ মিনিটে এগিয়ে যায় ভারত। গোল করেন শিবানী দেবী। কিন্তু অন্তিমলগ্নে সাগরিকার গোলে সমতা ফেরায় বাংলাদেশ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কোনও দলই পেনাল্টি মিস করেনি। সেখানে স্কোর ১১-১১। প্রত্যেকেই গোল করেন। যার ফলে টসের মাধ্যমে বিজয়ী বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। টসে ভারত জেতে। সেলিব্রেশনও শুরু হয়ে যায়। কিন্তু ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশ ফুটবল দলের কর্তারা। তাঁরা রেফারির সঙ্গে আলাদা কথা বলেন। তার কিছুক্ষণ পরে নিজেদের ভুল বুঝতে পারেন রেফারি এবং কমিশনার। কারণ নিয়ম অনুযায়ী, যতক্ষণ না মীমাংসা হচ্ছে, ট্রাইব্রেকারে সাডেন‌ ডেথ চলার নিয়ম। ভুল শুধরে নিতে দু"দলের ফুটবলারদের ডেকে আবার টাইব্রেকার শুরু করার কথা জানান রেফারি। কিন্তু সিদ্ধান্তের প্রতিবাদ জানায় ভারতীয় দল। ভারতের ফুটবলাররা মাঠ ছেড়ে বেরিয়ে যান। রেফারি সিদ্ধান্ত নেন, ৩০ মিনিটের মধ্যে ভারতের ফুটবলাররা মাঠে না ফিরলে বাংলাদেশকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু এক ঘণ্টা কেটে গেলেও ভারতীয় দল মাঠে ফেরেনি। দু"ঘণ্টা অপেক্ষা করার পর শেষমেষ পরিস্থিতি সামলাতে ভারত এবং বাংলাদেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু গোটা ঘটনায় অবাক বিশ্বফুটবল। রেফারির সিদ্ধান্ত অনেক ক্ষেত্রেই ভুল হয়। কিন্তু এভাবে সিদ্ধান্ত বদলে ম্যাচের রেজাল্ট পাল্টে দেওয়ার ঘটনা এর আগে ঘটেছে কিনা জানা নেই। 
  • Link to this news (আজকাল)