• 'না বলার মুখ নেই', চরণ সিংহকে ভারতরত্ন দেওয়ার ঘোষণার পরেই বার্তা জয়ন্তর ...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কানাঘুষো ছিলই, এবার গেরুয়া শিবির বিরোধী জোট ইন্ডিয়া ছেড়ে এনডিএ-তে আসবেন আরও এক নেতা। ইতিমধ্যে বিরোধী জোটের অন্যতম প্রধান সূত্রধার জোট ছেড়ে গেরুয়া শিবিরে গিয়েছেন। তার পর থেকেই আরএলডি নেতা জয়ন্ত চৌধরির জোট ত্যাগের কথা শোনা যাছহিল। জল্পনার মাঝেই শুক্রবার নরেন্দ্র মোদি জানিয়েছেন, ভারতরত্ন দেওয়া হবে প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিংহকে। এই ঘোষণার পর নজর ছিল চরণ সিংহের পৌত্র জয়ন্তর বার্তার দিকে। শুক্রবার ভারতরত্নর ঘোষণার পর রাষ্ট্রীয় লোকদলের নেতা জয়ন্ত বলেন, সরকার তাঁর হৃদয় জিতে নিয়েছে। তিনি বলেন, আগের সরকারগুলি যা করতে পারেনি, মোদি তাঁর দৃষ্টিভঙ্গীতে সেসব করেছেন। মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এদিন ফের তাঁকে প্রশ্ন করা হয়, তাহলে তিনি কি এবার প্রস্তুত ইন্ডিয়া জোটের হাত ছেড়ে এনডিএ জোটের হাত ধরতে? তিনি উত্তরে বলেন, "আজ আর কীভাবে না করতে পারি আপনার প্রশ্নের।" সমাজবাদী পার্টির জোট ছেড়ে এবার গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলাতে তাহলে প্তস্তুত তিনি? সূত্রের খবর, রাহুল গান্ধী তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যেদিন উত্তরপ্রদেশে যাবেন, সেদিনই গেরুয়া শিবিরে যোগদান করবেন জয়ন্ত চৌধরি।
  • Link to this news (আজকাল)