• ফেসবুক লাইভে গুলি করে খুন করা হল উদ্ধব শিবিরের নেতাকে
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফেসবুকে লাইভস্ট্রিম করতে করতে আচমকা গুলিবিদ্ধ হলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে) গোষ্ঠীর নেতা। পরে তাঁর মৃত্যু হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মুম্বইয়ের দহিসারের এমএইচবি কলোনি থানা এলাকায়। মৃত নেতা উদ্ধব ঠাকরে শিবিরের তথা প্রাক্তন শিবসেনা কাউন্সিলর বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোষালকার। ফেসবুকে লাইভস্ট্রিম করার সময়, মৌরিস নরোনহা নামে এক ব্যক্তি তাঁকে গুলি করে। পরে সে নিজেও আত্মঘাতী হয়। জানা গেছে, মৌরিস নরোনহা বোরিভালি পশ্চিমের বাসিন্দা। নিজেকে একজন সমাজকর্মী বলে দাবি করতেন তিনি। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা ছিল তাঁর। স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার নিয়ে অভিষেকের সঙ্গে দ্বন্দ্ব ছিল ওই ব্যক্তির। বেশ কয়েকদিন ধরে মতবিরোধ চলার পর সম্প্রতি তাদের মধ্যে বোঝাপড়া হয়েছিল। এরপরই বৃহস্পতিবার অভিষেক ঘোষালকারকে একটি অনুষ্ঠানের জন্য তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মৌরিস নরোনহা ওরফে মৌরিস ভাই। সেই অনুষ্ঠান ফেসবুকে ওয়েবকাস্ট করা হচ্ছিল এক সময়। মৌরিস নরোনহাকে লাইভস্ট্রিম ছেড়ে উঠে যেতে দেখা যায়। কিছু পরেই তিনি ফিরে আসেন। ঘোষালকারকে পরপর তিনবার গুলি করেন। এরপর মৌরিস নিজেকে গুলি করে আত্মঘাতী হন। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে, পুরোনো দ্বন্দ্বের জেরেই এই খুন বলে আশঙ্কা পুলিশের। এই হত্যার প্রেক্ষিতে মহারাষ্ট্রের একনাথ শিন্ডে সরকারকেই দায়ী করেছে শিবসেনা (উদ্ধব ঠাকরে) দলের নেতারা। 
  • Link to this news (আজকাল)