• জেলিয়াখালিতে শিবু হাজরার পোলট্রি ফার্ম ও বাড়িতে আগুন দিল উত্তেজিত জনতা...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শাহজাহান শেখ, শিবু হাজরাদের গ্রেপ্তারের দাবিতে এখনও ফুঁসছে সন্দেশখালি। শুক্রবার সকালে জেলিয়াখালিতে শিবু হাজরার তিনটি পোলট্রি ফার্ম ও বসত বাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। লাঠি হাতে রাস্তায় এলাকার মহিলারা। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে চাষের জমি ও খাল দখল করে একের পর এক ভেড়ি তৈরি করেছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার। জমিতে চাষের পর গ্রামবাসীরা তাঁদের প্রাপ্য পাননি। এতদিন শেখ শাহজাহানের ভয়ে মুখ খুলতে পারেননি বলেও দাবি গ্রামবাসীদের। শেখ শাহজাহান বেপাত্তা হতেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এলাকায় প্রতিবাদ মিছিলের পাশাপাশি শিবপ্রসাদ হাজরার ভেড়ির অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় রাতে গ্রেপ্তার করা হয় ৩ জনকে। শুক্রবার দুপুরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এদিন জেলিয়াখালি এলাকায় শিবু হাজরার আরও তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয় শিবু হাজরার বসতবাড়িতেও। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। রাস্তায় নেমে প্রতিবাদ করেন মহিলারাও। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে শিবুদের। 
  • Link to this news (আজকাল)