• ‌গ্রামে ‌মদ বিক্রি বন্ধের দাবিতে পথে শিশু ও মহিলারা
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গ্রামে মদ বিক্রি বন্ধ এবং নতুন মদের দোকান খুলতে না দেওয়ার দাবি নিয়ে শুক্রবার পথে নামলেন মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত গাঙ্গীন গ্রামের বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে গ্রামের রাস্তা‌‌য় প্ল্যাকার্ড নিয়ে ঘুরে মিছিল করেন বিভিন্ন বয়সের শিশু, মহিলা, ছিলেন পুরুষরাও। স্থানীয় সূত্র জানা গেছে, গাঙ্গীন গ্রামে কিছু ব্যক্তি বেশ কয়েক বছর ধরে অবৈধভাবে দেশি মদের কারবার চালাচ্ছেন। এরই মধ্যে গ্রামবাসীরা জানতে পারেন, আরও এক ব্যক্তি গ্রামে নতুন করে মদের কাউন্টার খুলতে চলেছেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও নতুন মদের কাউন্টার বন্ধের বিষয়ে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ দেখতে না পাওয়ার পর শুক্রবার তারা পথে নেমেছেন। মহিলাদের অভিযোগ, মদের দোকান খুললে গ্রামের পরিবেশ নষ্ট হবে। গ্রামের বহু পরিবারের পুরুষ সদস্যরা অন্য গ্রামে মদ খেয়ে এসে বাড়ির মেয়েদের মারধর করে। নতুন করে গ্রামের মধ্যে মদের দোকান খোলা হলে গ্রামের মধ্যে মদ্যপায়ী ব্যক্তির সংখ্যা বেড়ে যাবে। প্রশান্ত দাস নামে এক গ্রামবাসী বলেন, ‘‌জানতে পেরেছি গ্রামে নতুন করে একটি মদের কাউন্টার তৈরি হচ্ছে। কিন্তু যেখানে ওই মদের দোকান তৈরি হচ্ছে তার পাশ দিয়ে সাধারণ গ্রামবাসীরা রোজ গঙ্গাস্নানে যায়। ওই দোকানের কাছেই অন্য সম্প্রদায়ের মানুষের বাস। দোকানটি তৈরি হলে সেখান থেকে মদ্যপ অবস্থায় মহিলাদের কটুক্তি করা হলে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।’‌সুতি–১ ব্লকের বিডিও অরূপ সাহা বলেন, ‘‌গোটা বিষয়টি নিয়ে আবগারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে।’‌ 
  • Link to this news (আজকাল)