• ভরতপুরে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ভরতপুর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে। দুষ্কৃতীরা দোকানের শাটার ভেঙে ভিতরে ঢুকে প্রায় ৬০ লক্ষ টাকার সোনা এবং রুপোর গয়না নিয়ে পালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকার ব্যবসায়ীদের মধ্যে। যদিও এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ভরতপুর থানার খুব কাছে ‘‌কাঞ্চন জুয়েলার্স’‌ নামে ওই সোনার দোকানে বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। দোকান মালিক সাবিনা ইয়াসমিন জানান, ‘‌বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যাই। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ কিছু প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি দোকানের শাটার ভাঙা হয়েছে এবং দোকানে সোনার গয়নার যাবতীয় বাক্স রাস্তার উপর গড়াগড়ি খাচ্ছে।’‌ দোকানের সামনে এসে কান্নায় ভেঙে পড়েন সাবিনা ইয়াসমিন। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা লোহার জ্যাক এবং রড ব্যবহার করে দোকানের শাটার তুলে ভেতরে ঢোকে। তারপর দোকানের শোকেসে রাখা সোনার গয়না নিয়ে এলাকা থেকে চম্পট দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুষ্কৃতীরা প্রথমে দোকানের পেছনের দেওয়াল ভাঙার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর দোকানের শাটার ভেঙে ভিতরে ঢোকে। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোনার দোকানে ডাকাতির আগে কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং লোহার শাবল, রড ইত্যাদি নিয়ে মুখ ঢেকে এলাকায় ঘোরাফেরা করছে। সোনার দোকান থেকে গয়না চুরি করার পর দুষ্কৃতীদের নিজেদের মধ্যে সেই গয়না ভাগ করে এলাকা থেকে চলে যেতে দেখা গেছে সিসিটিভি ফুটেজে। দোকানের ভেতরে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল তার হার্ডডিস্ক দুষ্কৃতীরা নিয়ে যাওয়ায় চিহ্নিতকরণে একটু অসুবিধা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)