• ‌দু’‌পক্ষের হাতাহাতি থেকে উদ্ধার বোমা, আরাবুল গ্রেপ্তার হতেই উত্তপ্ত ভাঙড় ...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আরাবুল ইসলাম গ্রেপ্তারের পরদিনই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। একদিকে যেমন উদ্ধার হয়েছে তাজা বোমা, অন্যদিকে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।শুক্রবার সকালে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, তৃণমূলের কিছু কর্মী ওই এলাকায় দলের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানে আগে থেকে আইএসএফের পতাকা লাগানো ছিল। সেই পতাকা ছিঁড়ে ফেলেন তৃণমূল কর্মীরা। আইএসএফ কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। তবে তৃণমূলের দাবি, আইএসএফের পতাকা আগে থেকেই নীচে পড়ে ছিল। দু’পক্ষের বচসায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানার পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নামানো হয়েছে র‌্যাফ। ফাইল ছবি
  • Link to this news (আজকাল)