• ‌হল্ট স্টেশনে ট্রেন দাঁড় করানোর দাবিতে স্থানীয়দের অবরোধ, আটকে দূরপাল্লার ট্রেন ...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেল অবরোধ স্থানীয়দের। জানা গেছে, জলপাইগুড়ির নন্দনপুর কেরারপাড়া একটি হল্ট স্টেশন। একসময় লোকাল ট্রেন দাঁড়াত ওই স্টেশনে। স্থানীয়দের দাবি, এলাকার কুড়ি হাজার মানুষ যাতায়াত করতেন ওই স্টেশন থেকে। কিন্তু করোনাকালে ওই স্টেশনে লোকাল ট্রেন দাঁড়ানো বন্ধ হয়ে যায়। তার পর পেরিয়েছে দীর্ঘদিন। ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে জনজীবন। বাসিন্দাদের অভিযোগ, করোনা কাল পেরলেও ট্রেন আর দাঁড়ায় না হল্ট স্টেশনে। একাধিকবার লিখিত আবেদন করা হলেও কাজ হয়নি। তারপরেই রেল অবরোধের সিদ্ধান্ত নেন স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে সাতটায় রেল লাইন অবরোধ করেন কেরারপাড়ার বাসিন্দারা। যার জেরে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে আটকে পড়ে ঢাকা–এনজেপিগামী মিতালি এক্সপ্রেস, কলকাতাগামী সুপারফাস্ট। জলপাইগুড়ি বেলাকোবা স্টেশনে দাঁড়িয়ে পড়ে দার্জিলিং মেল। সমস্যায় পড়েন যাত্রীরা। রেলের আধিকারিক, পুলিশ এবং আরপিএফ কর্মীরা আলোচনার মাধ্যমে অবরোধ তোলার চেষ্টা করেন। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত রেল অবরোধ তুলবেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। ফাইল ছবি
  • Link to this news (আজকাল)