• ৯০ পয়সা থেকে ১০৬ টাকা, পেট্রলের দাম বৃদ্ধির সাক্ষী পূর্ব ভারতের প্রথম পেট্রল পাম্প ‌...
    আজকাল | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • তীর্থঙ্কর দাস: উত্তর কলকাতার অন্যতম জনবহুল এলাকা গিরিশ পার্ক। গিরিশ পার্কেই অবস্থিত পূর্ব ভারতের প্রথম পেট্রল পাম্প। ১৯২৯ সালে গিরিশ পার্ক অঞ্চলেই তৈরি হয় ‘‌জটাধরি দাঁ অ্যান্ড গ্র্যান্ড সন্স’‌ পেট্রল পাম্প। স্বাধীনতার আগে এই পেট্রল পাম্পটি কলকাতা এবং পূর্ব ভারতের প্রথম পেট্রল পাম্প ছিল। দাঁ পরিবার ব্রিটেন থেকে গ্যাসোলিন আমদানি করত। আমদানি করা গ্যাসোলিনকে সেই সময় বলা হত ‘‌এশিয়াটিক পেট্রলিয়াম।’‌ ১৯২০ সালে কলকাতার চায়না বাজারের একটি ছোট্ট দোকানে পেট্রলের ব্যবসা চলত। বর্তমানে অটোমেটিক মেশিনের সাহায্যে পেট্রল দেওয়া হয়। অতীতে হ্যান্ড অপারেটেড ম্যানুয়াল গ্যাস পাম্প দিয়ে তেল ভরা হত–এমনটাই বললেন নারায়ণ সাহা। ১৯৫০ সাল থেকে এই পেট্রল পাম্পে কর্মরত নারায়ণ সাহা। বর্তমান মালিক কাঞ্চন দাঁ আজকাল ডট ইনকে জানালেন ১৯৬৮ সালে পেট্রলের দাম ছিল ৯০ পয়সা প্রতি লিটার। বর্তমানে কাঞ্চন দাঁ এবং তাঁর দুই ভাই কলকাতা শহরের তিনটি পেট্রল পাম্পের মালিক। বালিগঞ্জ ফাঁড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং জীতেন্দ্র মোহন অ্যাভিনিউয়ে অবস্থিত এই তিনটি পেট্রোল পাম্প। ১৯৭৬ সালে ভারত রিফাইনারি বুমরাহ শেল কিনে নেয়। কাঞ্চন দাঁয়ের মতে আগে পেট্রল বিলাসিতা ছিল, কিন্তু এখন প্রয়োজনীয়তা। বর্তমানে পেট্রলের মূল্য বৃদ্ধি সম্বন্ধে তিনি বলেন যে আবগারি শুল্কের কারণে আগে মূল্য বৃদ্ধি হত, কিন্তু এখন সরকার বিভিন্ন সামাজিক উদ্দেশ্যের কারণে জ্বালানি মূল্য বৃদ্ধি করে। যার ফলে বিশ্বব্যাপী মূল্য হ্রাস পেয়েছে, কিন্তু ভারতে নয়। 
  • Link to this news (আজকাল)