• রাজ্যে ৮ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস, জানাল হাওয়া অফিস
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • সরস্বতী পুজোর আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ফিরল কনকনে ঠান্ডা। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফের  ১৫ ডিগ্রির ঘরে পৌঁছে গেল। যার জেরে মাঘের শেষবেলায় হাড়হিম ঠান্ডা মালুম হচ্ছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২ দিন কলকাতা-সহ রাজ্যে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তার পর থেকে পারদ চড়বে। অন্য দিকে, শুক্রবার রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। 

    কলকাতায় কেমন আবহাওয়া? 

    হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের কমল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৫.১ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৩৩ শতাংশ। 

    শৈত্যপ্রবাহের পূর্বাভাস

    শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, দুই দিনাজপুরের কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। 

    শীত আর কতদিন?

    আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ২ দিন রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ২ দিন রাতের তাপমাত্রার হেরফের হবে না। তারপরে ৩ দিনে তাপমাত্রার ৩-৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে। 

    কোথায় কত তাপমাত্রা? 

    শুক্রবার দার্জিলিঙে পারদ নেমেছে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাগডোগরায় পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে পারদ নেমেছে ৮.৭ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১২.৭ ডিগ্রিতে। কালিম্পঙে পারদ নেমেছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় পারদ নেমেছে ৭.১ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ক্যানিংয়ে পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে। দিঘার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।  শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি সেলসিয়াস। কাঁথির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১১ ডিগ্রি। 
  • Link to this news (আজ তক)