• 'জোর করে দাঁড় করানো হয়েছিল', TMC-র দেব ইস্যুতে বলছেন BJP-র দিলীপ
    আজ তক | ০৯ ফেব্রুয়ারি ২০২৪
  • দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এবার মুখ খুললেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। গতকাল দেব দিল্লি থেকে ফেরার পরে কলকাতা বিমানবন্দরে জানিয়ে দেন যে এবার তিনি ভোটে নাও দাঁড়াতে পারেন। এই বিষয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা জানানোর জানিয়ে দিয়েছেন। আজ এনিয়ে দিলীপ ঘোষ বলেন, 'এটা দেবের ব্যক্তিগত ব্যাপার, আর তৃণমূলের ব্যাপার। গতবারও তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভোটে লড়বেন না। জোর করে তাঁকে দাঁড় করানো হয়েছিল। কারণ দেব আর দেবী ছাড়া তৃণমূল জিততে পারবে না।'

    দেব-জল্পনা নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি থেকে বিনোদন জগত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ দেব৷ এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে৷ গতকাল সংসদ তাঁর বসার আসনের একটি ছবি দিয়ে ইঙ্গিতপূর্ণ ভাবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে দেব লেখেন, আর মাত্র কয়েক ঘণ্টা! দেবের এই পোস্টের পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়৷ বৃহস্পতিবার লোকসভায় ভাষণ দেন দেব। আর সেখানে তিনি যে মন্তব্য করেন, তাতে জল্পনা আরও বেড়ে যায়।

    তবে গতকাল রাতেই সব জল্পনার অবসান ঘটান টলিউড সুপারস্টার। কলকাতায় নামার পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। বিমানবন্দরে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি সাংসদ পদ ছাড়ছেন? দেব উত্তর দেন, 'তোমরা যদিও তোমাদের কথা আমার মুখে বসাও, কী করে হবে? আমি দল ছাড়তে যাবই বা কেন? আমি অন্য দলে যেতে যাবই বা কেন? কেন রিজাইন করব?' দল ছাড়ছেন? এই প্রশ্নের উত্তরে দেবের উত্তর, 'কে বলল?' পাশাপাশি সংসদে তাঁর বক্তৃতার ব্যাপারে তিনি বলেন, 'মানুষের কথা বলেছি। পদে থাকি বা না থাকি কাজ করার জন্য পদ লাগে বলে মনে করি না। ২০২৪-এ লোকসভা ভোট পুরোপুরি দিদির ওপর নির্ভর করছে। হ্যাঁ মাথায় কিছু চলছে, আমি মিথ্যে বলব না। আমি সত্যিই জানি না আমি দাঁড়াব কি দাঁড়াব না। এবার হয়তো আমি নাও দাঁড়াতে পারি। আমি আমার মনের কথা দিদিকে বলেছি।'
  • Link to this news (আজ তক)