Niranjan Shah: মোদি স্টেডিয়ামের কাছেই হবে শাহ স্টেডিয়াম! ভারতের তৃতীয় টেস্টের আগেই এল বিরাট আপডেট
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১০ ফেব্রুয়ারি ২০২৪
ভারত তৃতীয় টেস্টে নামছে রাজকোটে। সেই টেস্টে নামার আগেই সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার তরফে ঘোষণা করা হল তাঁদের খান্ডেরিতে তাঁদের ঘরোয়া স্টেডিয়ামের নামকরণ করা হবে বিসিসিআইয়ের প্রাক্তন প্রশাসক নিরঞ্জন শাহের নামে।