• পাকিস্তান নির্বাচন: ইমরান সমর্থিত ৫০, নওয়াজ ৩১
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার পাকিস্তানে ভোটগ্রহণ হয়। তবে ভোটের ফল প্রকাশে নজিরবিহীন দেরি। এই ভোট নিয়ে ইতিমধ্যেই কারচুপির অভিযোগ উঠেছে। পাক গণমাধ্যমের খবর অনুসারে শুক্রবার দুপুর ঘোষিত ফলে দেখা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ -সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৫০টি আসনে জয় পেয়েছেন।  ৩১ আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। আর পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ২৮টি আসনে জয় পেয়েছেন।পাকিস্তানে ভোটার সংখ্যা ১২৮ মিলিয়ন। বৃহস্পতিবার ভোটের দিন সারা দেশে মোবাইল ও ইন্টারনেট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকটি বিক্ষিপ্ত রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। খাইবার পাখতুনখোয়াতে ভয়াবহ হামলার ঘটনাও ঘটে।  
  • Link to this news (আজকাল)