• প্রথম দ্বিশতরান শ্রীলঙ্কার ক্রিকেটারের, ভাঙলেন শেহবাগ-গেইলের রেকর্ড...
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বীরেন্দ্র শেহবাগ, ক্রিস গেইলকে পেছনে ফেলে দিলেন পাথুম নিসাঙ্কা। শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন। মাত্র ১৩৬ বলে দুশো রানে পৌঁছে যান। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে এই রেকর্ড করলেন শ্রীলঙ্কার ক্রিকেটার। একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম দ্বিশতরান। ছাপিয়ে যান শেহবাগ এবং গেইলকে। এতদিন শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ছিল সনৎ জয়সূর্যর। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে ১৮৯ রান করেছিলেন তিনি। কিন্তু এদিন মাঠে জয়সূর্যর উপস্থিতিতে শ্রীলঙ্কার ওপেনারকে টপকে যান নিসাঙ্কা। শেষ ওভারের দ্বিতীয় বলে চার মেরে রেকর্ড রানে পৌঁছে যান। এই বিধ্বংসী ইনিংসে রয়েছে ৮টি ছয়, ২০টি চার। একদিনের ক্রিকেটে দ্রুততম দুশো ঈশান কিষাণের। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ বলে দ্বিশতরান করেন। দ্বিতীয় স্থানে গ্লেন ম্যাক্সওয়েল। এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ১২৮ বলে দুশোয় পৌঁছে যান। একদিনের ক্রিকেটে দশম ব্যাটার হিসেবে দ্বিশতরান নিসাঙ্কার। 
  • Link to this news (আজকাল)