• শচীনের লড়াকু শতরানে ম্যাচে ফিরল কেরল, চাপে বাংলা
    আজকাল | ১০ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রঞ্জিতে কিছুটা হলেও চাপে বাংলা। শুরুটা নড়বড়ে হলেও প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে কেরলের রান ২৬৫। শুক্রবার ত্রিভান্দ্রামের সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে বাংলার বোলারদের দাপটে শুরুতে চাপে পড়ে যায় কেরল। কিন্তু প্রাথমিক সেটব্যাক সামলে ম্যাচে ফেরে। একটি করে উইকেটে নেন সুরজ সিন্ধু জয়েসওয়াল, আকাশ দীপ, শাহবাজ আহমেদ এবং অঙ্কিত মিশ্র। লড়াকু শতরান শচীন বেবির। ১১০ রানে অপরাজিত তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন অক্ষয় চন্দ্রান। দিনের শেষে ৭৬ রানে অপরাজিত। একটা সময় ১১২ রানে ৪ উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় কেরল। কিন্তু এই দু"জনের ব্যাটে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায় হোম টিম। পঞ্চম উইকেটে ১৫৩ রান যোগ করে শচীন-অক্ষয় জুটি। দু"দলের কাছেই মরণ-বাঁচন ম্যাচ। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কেরল। সপ্তম ওভারে ২৬ রানে প্রথম উইকেট হারায়। ১২ ওভারের মধ্যে আরও একটি উইকেট তুলে নেন আকাশ দীপ। তৃতীয় উইকেটে ৪২ রান যোগ হয়। কিন্তু পার্টনারশিপ ভাঙেন অঙ্কিত মিশ্র। ৪০ রানে ফেরেন জলাজ সাক্সেনা। তারকা ব্যাটার সঞ্জু স্যামসনকে মাত্র ৮ রানে ফিরিয়ে কেরলকে আরও চাপের মুখে ঠেলে দেন শাহবাজ। কিন্তু খেলার গতির বিরুদ্ধে গিয়ে এই জায়গা থেকে দলকে ম্যাচে ফেরান শচীন-অক্ষয় জুটি। ঠাণ্ডা মাথায় দিনের শেষে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয় কেরলকে। দ্বিতীয় দিনের শুরুতেই এই জুটি ভাঙতে হবে আকাশ দীপ, শাহবাজদের। নয়তো আরও চাপের মুখে পড়বে মনোজের দল। এদিন বাংলার জার্সিতে অভিষেক হয় রঞ্জত সিং খাইরার। অধিনায়কের হাত থেকে টুপি পান বাংলার ক্রিকেটার। 
  • Link to this news (আজকাল)